ভার্চুয়াল এনভায়র্নমেন্ট ইন্সটল, একটিভ করা হল! এখন জ্যাঙ্গো ইন্সটল করতে হবে! মনে রাখবেন, জ্যাঙ্গো কিন্তু ভার্চুয়াল এনভায়র্নমেন্ট এর মধ্যে ইন্সটল হবে/করতে হবে, আপনার মেইন পাইথন ইন্টারপ্রেটারে জ্যাঙ্গো ইন্সটল করা থাকলেও! কারন সেটা আমরা ব্যবহার করবনা, আমরা ব্যবহার করব ভার্চুয়াল এনভায়র্নমেন্ট এর জ্যাঙ্গো!