প্রতিবার আপনি আপনার প্রোজেক্টে কাজ করতে চাইলে এবং ওয়েবসাইট ভিজিট করতে চাইলে প্রথমেই কমান্ড প্রম্পট বা টার্মিনালে ভার্চুয়াল এনভায়র্নমেন্ট একটিভ করবেন! এবং প্রোজেক্ট ফোল্ডারটিকে (যেখানে manage.py ফাইলটি আছে) ওয়ার্কিং ডিরেক্টরি হিসেবে সেট করবেন! অতপর (সার্ভার চালু করতে চাইলে)python manage.py runserver
কমান্ড দিয়ে সার্ভার চালু করবেন! আপনার লোকাল সার্ভারের আইপি (ঠিকানা) হবে http://127.0.0.1:8000/ ব্রাউজারের এড্রেসবারে এই ঠিকানা লিখে এন্টার চাপলেই আপনার সাইটের কনটেন্ট দেখতে পাবেন!