python manage.py runserver
কমান্ড দিয়ে জ্যাঙ্গো ডেভলপমেন্ট সার্ভার চালু করুন।লক্ষ্য করুন, পাসওয়ার্ড কিন্তু দুইবার দিতে হবে, পাসওয়ার্ড কমান্ডপ্রম্পট বা টার্মিনালে শো করবেনা তাই পাসওয়ার্ড টাইপ করার সময় সেটা স্ক্রিনে না দেখে ঘাবড়াবেন না! পাসওয়ার্ড স্ট্রং এবং লম্বাচওড়া হতে হবে, ১২৩৪৫ টাইপের পাসওয়ার্ড দিলে কাজ হবেনা!
python manage.py runserver
কমান্ড দিয়ে) ! এবং ব্রাউজারের এডমিন প্যানেলের ঠিকানায় (http://127.0.0.1:8000/admin) যেয়ে একটু আগে তৈরি করা সুপার ইউজারের ইউজারনেম/পাসওয়ার্ড দিয়ে লগিন করুন!মনে রাখবেনঃ জ্যাঙ্গো ওআরএম এ প্রতিটা মডেল হল ডাটাবেইজের একেকটা টেবিল, মডেলের ফিল্ডগুলো হল ডাটাবেইজের টেবিলের কলাম, মডেলের প্রতিটা ইন্সট্যান্স (মডেল থেকে তৈরি করা প্রতিটা অবজেক্ট) হল টেবিলের ফিল্ড বা ডাটা বা ‘রো’ !