পাইথনিস্টা হিসেবে এতক্ষনে আপনার মনে এই প্রশ্ন উদিত হবার কথা যে আমরা এই HttpResponse ক্লাসটি কোথায় পেলাম!? আসলে এটা এখনো কোথাও পাইনি, বরং এটাকে ইম্পোর্ট করে নিতে হবে! Views.py ফাইলের একদম উপরের ইম্পোর্ট স্টেটমেন্টটির সাথে এটাও যোগ করে দিন এরকম করেঃfrom django.shortcut import render, HttpResponse