জ্যাঙ্গো পরিচিতি

জ্যাঙ্গো খুবই শক্তিশালি, রোবাস্ট, প্রোডাক্টিভ একটি ফ্রী এবং ওপেনসোর্স ওয়েব ফ্রেমওয়ার্ক। জ্যাঙ্গো দিয়ে খুব সহজে, দ্রুত বড় ধরনের ওয়েবসাইট/ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করা যায়, এটি পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে তৈরি করা হয়েছে, তাই জ্যাঙ্গো শেখার আগে অবশ্যই আপনাকে পাইথন শিখতে হবে!

কয়েকজন ডেভেলপার, যারা নিউজ সাইট তৈরি করত। তারা খেয়াল করে দেখল যে তাদের তৈরি করা প্রতিটি নিউজ সাইটেরই প্রায় ৯০ ভাগ কোড একই রকম, তারা আসলে প্রতিটা ওয়েবসাইটে একই কোড বার বার লিখছে! তখন তারা সকল কমন কোডগুলো, যা সবগুলো সাইটেই দরকার হয়, সেগুলো একসাথে করে একটা ফ্রেমওয়ার্ক তৈরি করল, জ্যাঙ্গো! এখন একই কোড বার বার লিখা লাগেনা, জ্যাঙ্গো ব্যবহার করেই কমন বিষয়গুলো কোড করা থেকে মুক্তি পাওয়া যায়! এটা জ্যাঙ্গোর শুরুর গল্প... জ্যাঙ্গোর ইতিহাস সম্পর্কে আরো জানতে পারবেন এখানেঃ https://bn.wikipedia.org/wiki/জ্যাঙ্গো_(ওয়েব_ফ্রেমওয়ার্ক)

জ্যাঙ্গো দিয়ে তৈরি এরকম কিছু পরিচিত ওয়েবসাইট হলঃ http://instagram.com/ https://www.pinterest.com/ https://www.nasa.gov/ https://www.spotify.com/ https://support.mozilla.org/ https://disqus.com/ http://www.theguardian.com/ http://www.nationalgeographic.com/ https://bitbucket.org/

উপরের লিস্ট দেখে নিশ্চয় এটা বুঝতে পারছেন, আপনি যত বড় আর যত কমপ্লেক্স ওয়েব অ্যাপলিকেশন তৈরি করতে চান না কেন... জ্যাঙ্গো অলটাইম পারফেক্ট চয়েস!

Last updated