সহজ এবং সংক্ষেপে বলতে গেলে, django হচ্ছে পাইথনে লেখা একটি ফ্রি এবং ওপেনসোর্স ওয়েব অ্যাপ্লিকেশন ফ্রেমওয়ার্ক যেটা 'মডেল - টেম্পলেট - ভিউ' আরকিটেকচারালা প্যাটার্ন ফলো করে। অন্যান্য ফ্রেমওয়ার্ক এর মতই জ্যাঙ্গো দিয়ে খুব দ্রুত এবং তুলনামূলক কম কোড লিখে ভালো মানের ওয়েব অ্যাপ ডেভেলপ করা যায়।