পরিচিতি
সহজ এবং সংক্ষেপে বলতে গেলে, django হচ্ছে পাইথনে লেখা একটি ফ্রি এবং ওপেনসোর্স ওয়েব অ্যাপ্লিকেশন ফ্রেমওয়ার্ক যেটা 'মডেল - টেম্পলেট - ভিউ' আর কিটেকচারালা প্যাটার্ন ফলো করে। অন্যান্য ফ্রেমওয়ার্ক এর মতই জ্যাঙ্গো দিয়ে খুব দ্রুত এবং তুলনামূলক কম কোড লিখে ভালো মানের ওয়েব অ্যাপ ডেভেলপ করা যায়।
এই বইটি মূলত স্বেচ্ছাশ্রমে লেখা এবং বইটি সম্পূর্ন ওপেন সোর্স । এখানে তাই আপনিও অবদান রাখতে পারেন লেখক হিসেবে । আপনার কন্ট্রিবিউশান গৃহীত হলে অবদানকারীদের তালিকায় আপনার নাম যোগ করে দেওয়া হবে ।
এটি মূলত একটি গিটহাব রিপোজিটোরি যেখানে এই বইয়ের আর্টিকেল গুলো মার্কডাউন ফরম্যাটে লেখা হচ্ছে । রিপোজটরিটি ফর্ক করে পুল রিকুয়েস্ট পাঠানোর মাধ্যমে আপনারা ও অবদান রাখতে পারেন ।
আপনি যদি শুধুই পাঠক হন অথবা গিট সম্পর্কে ভালো আইডিয়া না থাকে, সেক্ষেত্রে পরিবর্তন বা পরিবর্ধন এর জন্য ইমেইল করুন - masnun [at] transcendio.net - এই ঠিকানায় । মূল লেখক আপনার সাজেশন বিবেচনা করে প্রয়োজনীয় পরিবর্তন করে দিবেন ।
বর্তমানে বইটির কন্টেন্ট বিভিন্ন কন্ট্রিবিউটর এবং নানা রকম সোর্স থেকে সংগৃহীত এবং সংকলিত।
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.
Last modified 2yr ago