লক্ষ্য করুন, আমরা লিস্টের ফার্স্ট আইটেম হিসেবে আমাদের অ্যাপ এর নাম স্ট্রিং হিসেবে দিয়ে দিয়েছি! আপনি হয়তো বুঝে গেছেন যে লিস্টের বাকি আইটেমগুলোও আসলে বিভিন্ন অ্যাপ এর নাম, যেগুলো আসলে খুবই কাজের, কমন কিছু বিষয় নিয়ে অহেতুক কষ্ট করে কোড লেখা থেকে আমাদের বাঁচিয়ে দেয়ার জন্য এগুলো জ্যাঙ্গোতে বিল্টিন ভাবেই থাকে, আমরা এ অ্যাপগুলো নিয়ে আস্তে আস্তে জানতে পারব!