সহজ ভাষায় বলতে গেলে, যখন আমরা আমাদের মোবাইল বা কম্পিটারে কোন ওয়েবসাইটের ঠিকানা লিখে এন্টার চাপি তখন ব্রাউজারটি সেই ওয়েবসাইটে সার্ভারে একটা রিকুয়েস্ট পাঠা, রিকুয়েস্ট পেয়ে সেই সার্ভার প্রথমে রিকুয়েস্টটিকে পর্যবেক্ষন করে, অতঃপর সেই রিকুয়েস্ট এর প্রেক্ষিতে একটা উত্তর বা রেসপন্স আমাদের ব্রাউজারে পাঠিয়ে দেয় এবং আমাদের ব্রাউজার সে রেসপন্সটি আমাদের কাছে প্রদর্শন করে।